আবুল হাসেম //
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হোসেন রূপক স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় মেহেন্দিগঞ্জ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এই দোয়া ও আলোচনা সভা পালন করে দলটির নেতাকর্মী ও সদস্যবৃন্দ।
গত ১২ ই ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১ঃ১৫ মিনিটের দিকে ইশতিয়াক হোসেন তার নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালীন সময়ে রূপকের বয়স ছিল ৪৬ বছর। তিনি তার দুই ছেলে ও স্ত্রী রেখে যান। একই দিনে এশার নামাজ শেষে মুসলিম হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। রূপকের জানাজার নামাজে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জীবদ্দশায় রূপক ছিলেন অত্যন্ত ভালো মনের অধিকারী। স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায় রূপকের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যদি কোন লোক হেঁটে যেতেন তাৎক্ষণিকভাবে রূপক তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন এবং আপ্যায়ন করতেন।
এছাড়াও ইস্তিয়াক হোসেন রূপক
Leave a Reply