1. labpoint2017@gmail.com : admin :
  2. dailyekushershomoy@gmail.com : Rajib Taj : Rajib Taj
গলাচিপায় ঐতিহ্যবাহী দয়াময়ী মেলা - দৈনিক একুশের সময় ।। Daily Ekusher Shomoy
June 23, 2025, 5:26 am
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা পার্ক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল। বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কায়সার আহমেদ এর উদ্যােগে বিজয় র‍্যালি ও পথসভা! মেহেন্দিগঞ্জে সাবেক কৃষক দল নেতার সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে ৪ টি মৌজার প্রায় ৫ হাজার পরিবার উচ্ছেদ আতংকে। চরের ৪টি মৌজা নিয়ে বরিশালের দুই উপজেলার মানুষের মধ্যে উত্তেজনা! গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা! মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের চেষ্টা।। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বৈষম্যের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন মেহেন্দিগঞ্জের মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহারের আশ্বাস। উভয় পক্ষের সমঝোতা। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটি অনুমোদন। সভাপতি রাজ্জাক, সম্পাদক ফরিদ

গলাচিপায় ঐতিহ্যবাহী দয়াময়ী মেলা

  • অপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
  • 63 Time View

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি //

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে দুইশত বছরের পুরনো ঐতিহ্যবাহী দয়াময়ী মাঘি সপ্তমী মেলা হাজার হাজার দর্শনার্থীদের কোলাহলপূর্ণ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি ১৬ শুক্রবার ভোর ৬ টা থেকে কালী পুজা ও শিব পুজার মধ্য দিয়ে এ মেলার কার্যক্রম শুরু হয়। ভোর থেকে সন্ধা পর্যন্ত ঢাক-ঢোল, শঙ্খ সহ বিভিন্ন বাদ্য-বাজনা ও দর্শনার্থীদের কলরবে মুখরিত ছিল মেলা প্রাঙ্গন। মেলায় অনেক শিশুর বাৎসরিক মাথা মুন্ডন করা হয়।

এছাড়া মেলার কালী মন্দিরে পাঠা বলিদান হয়। মেলায় রঙ বেরঙের আকর্ষণীয় বিভিন্ন খেলনার দোকান, পল্লী বাসীদের স্ব হস্তে তৈরিকৃত বুনন শিল্পের সামগ্রী, গৃহস্থলীর ব্যবহার্য তৈজস পত্রের পণ্য সামগ্রী, মাটির তৈরি বাসন-কোসনের হরেক রকম দোকান, মিষ্টি সামগ্রীর দোকান, খাবারের দোকানের পসরা বসে।

 

মেলা কমিটির সাধারণ সম্পাদক যুগল দেবনাথ জানান, অর্থের অভাবে মেলার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে মেলার পুরোহিত নিখিল গাঙ্গুলী (৬০) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছরের মত এবারও মেলা শুরু হয়েছে, তবে নদী ভাঙ্গনের ফলে স্থান সংকুলন না হওয়ায় মেলায় আগত মানুষদের দাঁড়িয়ে থেকে বেশ দুর্ভোগ সহ্য করে মেলার আনন্দ উপভোগ করতে হচ্ছে। মেলাটি এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের একটি তথা বিশেষ ভাবে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের কাছে বিপুল আনন্দের খোরাক। মেলায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক অবনী শীল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিবেক দেবনাথ, সমাজ সেবক বাবু আইচ , এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণভাবে মেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং সকল ভাবে তাদেরকে সহযোগিতা করা হয়েছে , গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস আলম খান বলেন, মেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ...