1. labpoint2017@gmail.com : admin :
  2. dailyekushershomoy@gmail.com : Rajib Taj : Rajib Taj
হিজলার পালপাড়ায় বসতঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ। আহত ৭ - দৈনিক একুশের সময় ।। Daily Ekusher Shomoy
June 22, 2025, 7:53 am
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা পার্ক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল। বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কায়সার আহমেদ এর উদ্যােগে বিজয় র‍্যালি ও পথসভা! মেহেন্দিগঞ্জে সাবেক কৃষক দল নেতার সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে ৪ টি মৌজার প্রায় ৫ হাজার পরিবার উচ্ছেদ আতংকে। চরের ৪টি মৌজা নিয়ে বরিশালের দুই উপজেলার মানুষের মধ্যে উত্তেজনা! গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা! মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের চেষ্টা।। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বৈষম্যের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন মেহেন্দিগঞ্জের মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহারের আশ্বাস। উভয় পক্ষের সমঝোতা। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটি অনুমোদন। সভাপতি রাজ্জাক, সম্পাদক ফরিদ

হিজলার পালপাড়ায় বসতঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ। আহত ৭

  • অপডেট সময় : রবিবার, মার্চ ৩, ২০২৪
  • 117 Time View

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //

মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে ৭ দিনের মধ্যে ২ টি বাড়ীঘর ভাংচুর, লুটপাট হামলা ও বসতঘরে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে।

এসময় নারী পুরুষসহ আহত ৭ জন, এর মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক বলে জানান চিকিৎসকরা।

রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।

এই ঘটনায় একে অপরকে দোষারোপ করে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।

সুত্রে জানান গত ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শেষে বাড়ী ফেরার পথে হামলাকে কেন্দ্র করে মামলার ঘটনায় আবারও সন্ত্রাসীরা হামলা চালিয়ে যাচ্ছেন।

গতো শনিবার বেলা আনুমানিক সাড়ে ৪ টার দিকে আঃ রব ঢালী, সালাউদ্দিন ঢালী, নিজাম ঢালী, আফসার ঢালী, মিরাজ গোলদার,মনির সিকদার ওরফে বালা মনির, পিন্টু দাস,রত্তন কর্মকার, সাইফুল মাজি,রফিক ঢালী,আলম চৌকিদার, জসিম(পাম জসিম), সবুজ ঢালী,ইমন সাঝি,হাবিব ঢালী,বাবু ঢালী,শাহজাহান জমাদ্দার,বিপ্লব দাস,দেলোয়ার মাঝি,শামীম ওরফে পেটকাটা শামীম, ঋসিকাশ অধিকারী,আজাদ সিকদার, আলাউদ্দিন সাঝি,মিজানুর রহমান সোহাগ, বাবু ফরাজি,হাসান সরদার, জাহাঙ্গীর মাঝি, হাকিম সাঝি,ইয়াসিন মাঝি,মুজাম্মেল হক,বাবুল নলু বাবুল, বাসেদ চৌকিদারসহ ৪০/৫০ জন মিলে দেশীয় অস্রসস্রে সজ্জিত হয়ে আহত জামাল মাজির বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়, এসময় ঘরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়লে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা করে।

একপর্যায়ে তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা জামাল মাঝি (৬৫), আশিকুর রহমান(১৭), আইরিন বেগম(৪০), রফিক কাজী (৩২), জসিম উদ্দিন (৪০), আখিনুর (৪০), সোহেল (৩৫), কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

এ সময় হামলা কারীরা জামাল মাঝির বসত ঘরটি আগুনে পুড়িয়ে দেয়। এতে ঘর সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে যায় বলে জানান অভিযোগকারীরা৷

খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ ও হিজলা থানার পুলিশ।

এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ...