চট্টগ্রামে দিনমজুরকে গ্রেফতার ও মুক্তির দাবিতে সড়ক অবরোধ
-
অপডেট সময় :
শনিবার, মার্চ ১৬, ২০২৪
-
113 Time View
এম মনির চৌধুরী রানা //
চট্টগ্রামে পটিয়ায় এক দিনমজুরকে ধর্ষণ মামলা গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ কে খান নামের এ দিনমজুর স্থানীয় এক নারীর অশ্লালীন চালচলনের প্রতিবাদ করায় তাকে ধর্ষণ মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করায় এ প্রতিবাদ বলে জানান এলাকাবাসী।
আজ শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম কক্সবাজার আরকান উপজেলার কচুয়াই ইউনিয়নের ভায়ের দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক অবরোধকালে শত শত নারী পুরুষ দিনমজুর কৃষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় ২০ মিনিটের সড়ক অবরোধকালে সড়কের দুইপাশে শতাধিক গাড়ি আটকে পড়ে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এর আগে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গণমাধ্যমকর্মীদের নিয়ে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, স্থানীয় সাইফুল্লাহ মজুমদার, সেকান্দর আলীসহ স্থানীয়রা।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply