চট্টগ্রামে সঠিক সংরক্ষণের অবহেলায় ৯ লাখ টাকার ইনসুলিন নষ্ট
-
অপডেট সময় :
সোমবার, মার্চ ১৮, ২০২৪
-
117 Time View
এম মনির চৌধুরী রানা //
চট্টগ্রামের বৃহত্তম ওষুধের মার্কেট হাজারী গলিতে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কোতোয়ালি থানা পুলিশ। শনিবার দুপুর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাজারী গলির ছবিলা কমপ্লেক্সে অবস্থিত প্যাসিফিক ট্রেডার্স নামে একটি দোকান থেকে ৩ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। প্রতিটি ইনসুলিনের গায়ে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার নির্দেশনা থাকলেও কক্ষ তাপমাত্রায় ফেলে রাখা হয়েছিল সেগুলো। ফলে এগুলোর কার্যকারিতা অনেক আগেই নষ্ট হয়ে যায়।
মূলত বেশি লাভের আশায় ব্যবসায়ীরা সঠিক তাপমাত্রায় ইনসুলিনগুলো সংরক্ষণ না করে পাইকারি দরে বিক্রি করেন। এ ঘটনায় দোকান মালিক অভিযুক্ত পল্লব বিশ্বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নিরুপমা ড্রাগ হাউজ এবং রাজীব ড্রাগ হাউজে আনুমানিক আরও ৬ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। পাশাপাশি রাজীব ড্রাগ হাউজে প্রচুর পরিমাণ টিটেনাস এর টিকা পাওয়া যায়, যেগুলোও ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত, কিন্তু ফেলে রাখা হয়েছে সাধারণ তাপমাত্রায়।
এসব অভিযোগে দুই দোকান মালিকের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩ দোকান থেকে প্রায় ৯ লাখ টাকার ইনসুলিন জব্দ করা হয়েছে, ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে, নির্দিষ্ট কয়েকটি ফার্মেসির ইনসুলিন কাজ করে না। প্রকৃতপক্ষে এর ভেতর অধিকাংশ ইনসুলিন লাগেজে করে বিদেশ থেকে আসা। এগুলো অননুমোদিত। বাইরে থেকে আনার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, ফলে সেগুলোর কার্যকারিতা তখনই শেষ হয়ে গেছে।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply