জেলায় শ্রেষ্ঠ থানা মেহেন্দিগঞ্জ। প্রশংসায় ওসি ইয়াছিনুল হক।
-
অপডেট সময় :
মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-
108 Time View
নিজস্ব প্রতিবেদক //
শ্রেষ্ঠত্ব নিশ্চয়ই আনন্দের, শুকরিয়া আদায় করছি মহান রবের কাছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল সহকর্মীর নিকট। এভাবেই কথা গুলো বলছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক।
জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জেলা পুলিশ সুপার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল থানার কার্যক্রম সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলায় প্রথম স্থান অর্জন করেছে।
প্রতিমাসেই জেলার মধ্যে সামগ্রিক কাজের উপর ভিত্তি করে শ্রেষ্ঠত্বের লড়াই করতে হয় জিততে এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে। কিন্তু তারই ধারাবাহিকতায় এবারও শ্রেষ্ঠত্বের লড়াই ও কার্যক্রমের দিক থেকে এগিয়ে রাখলেন মেহেন্দিগঞ্জ থানাকে ও এগিয়ে থাকলেন অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক নিজেও।
জেলার ১০টি থানার মধ্যে মেহেন্দিগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরির উপর ভিত্তি করে। মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মাদক নির্মূলে অবিরাম কাজ করে যাওয়া, নানান জায়গা থেকে তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মাদক নির্মূলে কাজ করা, ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক করা, ডাকাতি প্রস্তুতির আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে মূল্যায়ণ করা হয়।
শ্রেষ্ঠত্ব অর্জন নিয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, এ সাফল্য পুরো মেহেন্দিগঞ্জ বাসীর, এ সাফল্য আমার সকল সহকর্মীদের, সবার ঐকান্তিক আন্তরিকতা, ভালোবাসা ও প্রচেষ্টার ফলে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়াও আগামী দিনে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে মেহেন্দিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করতে নিরলসভাবে কাজ করে যাবে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এবং ভবিষ্যতে যেকোন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply