ব্রোজেক্ট-ইচ্ছা পুরন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান।
-
অপডেট সময় :
শনিবার, মার্চ ৩০, ২০২৪
-
105 Time View
নিজস্ব প্রতিবেদক //
শনিবার (৩০ মার্চ) দুপুর ৩টায় সংগঠন টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ নুরুল্লাহ সাব্বীরের উদ্দ্যোগে ও ব্রোজেক্ট এস জি এর অর্থায়নে ৭ম বছরের মত এই রমজান ও ঈদ উপহার বিতারণী কার্যক্রম সফল হয়েছে।
সাধারন সম্পাদক আলামিন হোসাইনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মেহেদি হাসান বাপ্পি ও মো: আল আমিন রিমনের সঞ্চালনায় রমজান ও ঈদ উপহার বিতারণী সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইচ্ছে পুরন ফাউন্ডেশনের প্রধান উপদেস্টা মাহাবুব মোর্শেদ শামীম ও ইচ্ছে পুরন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠাপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী ইউনুছ মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান।
সংগঠনটির চেয়ারম্যান শরীফ নুরুল্লাহ সাব্বীর জানান- বিগত ৭বছর ধরে বিভিন্ন সামাযিক কার্যক্রম করে আসছে তারা। বরিশাল ছাড়াও মাদারিপুর, সিলেট ও ভোলাতে এর কার্যক্রম চলছে।
সংগঠন টির কার্যনির্বাহী সদস্য নুর শাহরিয়ার সাদ, জিহাদ ও আদর বলেন- আমরা তরুণ অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমরা নবম শ্রেনীতে থাকা অবস্থায় এই সংগঠন টির সাথে যুক্ত হই এবং বিভিন্ন সামাজিক কাজ করি। পড়াশুনার পাশাপাশি যা আমাদের দেশ প্রেম এবং মানবিক কাজের প্রতি দায়িত্ব বাড়ায়। মানুষের উপকার করা এক প্রকার মানুষিক শান্তি এবং তাদের থেকে যে দোয়া এবং তাদের তৃপ্ত হাসি আমাদের অনুপ্রেরণা।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply