বিমানবন্দর এলাকায় ছিনতাইকারী চক্রের ৬ জন গ্রেপ্তার।
-
অপডেট সময় :
সোমবার, এপ্রিল ১, ২০২৪
-
94 Time View
নারগিস পারভীন //
রাজধানীর বিমানবন্দর এলাকায় বিদেশগামী যাত্রীদের হয়রানী ও তাদের মালামাল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া ছয় জনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন, মো. সৌখিন (১৮), মো. শরীফ (২৪), মো. নিরব (২০), জাহিদ হোসেন (২০), রুবেল মিয়া (২০) ও সাব্বির আহমেদ (৩৫)।
বিমানবন্দর গোলচত্ত্বর ও রেলওয়ের পার্কিং এলাকা থেকে রোববার (৩১ মার্চ) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে রাতে বিমানবন্দরের ক্যাব কোর্টে নেওয়া হলে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড দেওয়া হয়।
তারা হলেন, বগুড়ার কাহালু উপজেলার শহিদুল ইসলামের ছেলে সৌখিন, গাজীপুরের টঙ্গীর ফজর আলীর ছেল শরীফ, মো. খোকনের ছেলে নিরব, চট্টগ্রামের পাহাড়তলির মোহাম্মদ হোসেনের ছেলে জাহিদ, কিশোরগঞ্জের কটিয়াদির মৃত রাশেদ মিয়ার ছেলে রুবেল ও জামালপুরের মেলান্দহের মৃত শামসুজ্জামানের ছেলে সাব্বির। এরা সবাই বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ভাসমান থাকেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, ‘বিমানবন্দর গোলচত্ত্বর ও রেলওয়ে পার্কিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয় জন পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে বিমানবন্দরের ক্যাব কোর্টে পাঠানো হলে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অপরদিকে পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজী বলেন, ‘বিমানবন্দরে আগত বিদেশগামী যাত্রীদের হয়রানী ও তাদের মালামাল ছিনতাই করার চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এরা একটি ছিনতাইকারী চক্র।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply