ঈদুল ফিতর উপলক্ষে পংকজ দেবনাথের ঈদ শুভেচ্ছা বিনিময়।
-
অপডেট সময় :
বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪
-
105 Time View
নিজস্ব প্রতিবেদক //
এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সাম্রাজ্যের এক অভিন্ন আনন্দের দিন হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বরিশাল ০৪ আসনের সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ।
উপজেলার ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল রুমে সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়, নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, এসিল্যান্ড তানভীর আহমেদ, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, ০৫ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন আহমেদ, মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড মোঃ শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. দেলোয়ার হোসেন দেলু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মেহেন্দিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মোঃ নিজাম উদ্দিন আহমেদ বলেন, পংকজ দেবনাথ সব সময় কর্মী বান্ধব নেতা ছিলেন, বিগত দিনের তুলনায় এবারও তার নির্বাচনী এলাকায় এসে সাধারণ জনগণের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, আগত মেহমানদের জন্য ফিরনী, মিষ্টি, সেমাই, জদ্দা সব মুখরোচক খাবারের ব্যবস্থা করেছেন, যা ছিলো পর্যাপ্ত পরিমানে, সবার জন্য মিষ্টিমুখ করার আয়োজন করে বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে আসছেন সংসদ সদস্য পংকজ দেবনাথ।
অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার মাঝে এক অন্য রকম সুখ ও শান্তি পাওয়া যায়। মেহেন্দিগঞ্জে ঈদ আনন্দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সর্বদা কাজে করে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে, যাতে নির্বিঘ্নে ঈদ উৎযাপন করতে পারে।
এ ব্যাপারে পংকজ দেবনাথ বলেন, আমার নির্বাচনী এলাকায় সব সময় আমি সাধারণ জনগণের কথা চিন্তা করেছি, তাদের সুখে দুঃখে পাশে থেকেছি, আমার বিপদাপদে তাদের পেয়েছি, এদের নিয়েই তো আমার ঈদ আনন্দ, এই সাধারণ মানুষ ছাড়া আমার আছে কে? এরাই আমার পরিবার। এরা খুশি থাকলেই আমি খুশি।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply