মেহেন্দিগঞ্জে রাজনৈতিক সূত্রে প্রতিপক্ষের হামলায় আহত দুই।
-
অপডেট সময় :
শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪
-
97 Time View
নিজস্ব প্রতিবেদক //
রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে যেনো ঈদ কে তোয়াক্কাই করছে না, এমনটাই দেখা গেলো দরিচর খাজুরিয়া ইউনিয়নের ০৬ নং চরবৌডুবা গ্রামে।
ঈদের দিন বিকেলে বন্ধুদের সাথে চরবৌডুবা ব্রীজে ঘুড়তে আসে সিরাজ হাওলাদারের ছেলে তানজিল হাওলাদার (২৪)।
ব্রীজের উপর বসা থাকাবস্থায় ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী হটাৎ করেই তানজিল হাওলাদারের উপর হামলা চালায় কোন কিছু বুঝে উঠার আগেই। উপায়ন্তর না পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পার পায় নি তানজিল, রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে, তানজিলের বাবা সিরাজ হাওলাদার (৭০) ঘটনাস্থলে আসলে তাকেও বেধড়ক পেটানো হয় রড দিয়ে এবং অনেকের হাতে রাম দা ছিলো বলে জানিয়েছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর অভিযোগ, আমি ও আমার পরিবার পংকজ দেবনাথের রাজনীতি করি বিধায় দফায় দফায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে আমার ও আমার পরিবারের উপর, কারা এ হামলা চালিয়েছে এমন প্রশ্নের জবাবে সিরাজ হাওলাদার বলেন, বৌডুবার কালু মেম্বারের পোলা সোহাগ।
সোহাগ এর আগেও আমার ছেলেকে মারছে, এবং বৌডুবায় যারা পংকজ দেবনাথের রাজনীতি করে, তাদের প্রায়ই মারধর করে থাকে সন্ত্রাসী সোহাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ বিভিন্ন সময়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে৷ তার বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলেই সরাসরি হামলা চালায়, কেউ তার হামলা থেকে নিস্তার পায় না এবং যুবক ও বৃদ্ধ দেখে না, দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালায়।
হামলার ঘটনার পরবর্তীতে আহত দুজন কে স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখেছেন হাসপাতালে। এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর আরো চাঞ্চল্যকর বক্তব্য দেন ভুক্তভোগী সিরাজ হাওলাদার, চরহোগলা ০১ ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর এসে শাসিয়ে গেছেন, যেনো বিষয় টা নিয়ে বাড়াবাড়ি না করা হয়, তা না হলে তার পোলাপান কে বলে দিবে, কোমড় থেকে পা অবদি পেটাতে, এমনটাই অভিযোগ করেছেন।
এ ব্যাপারে কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর বলেন, আমার ওয়ার্ডের পাশে ঈদের দিন এমন মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তাই আমি উভয়পক্ষকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যাই, আর আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছে, এগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এসব বলে কয়ে বেড়াচ্ছে একটি মহল।
তবে হামলার ঘটনার পরক্ষনেই মেহেন্দিগঞ্জ থানা পুলিশ হাসপাতালে আহত রোগীদের পরিদর্শন করেছেন এবং এ রিপোর্ট হওয়া পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply