মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা। হাসপাতালে ভর্তি।
-
অপডেট সময় :
বুধবার, মে ৮, ২০২৪
-
96 Time View
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
জমিজমার জের ধরে মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের রাড়ী বাড়ি দফায় দফায় হামলা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া চলে আসছে, এ যেনো নিত্যদিনের সঙ্গী।
পূর্বের শত্রুতার জের ধরে গত মাসের ১৪ তারিখ পারভীন বেগম(৪৫)৷ মোঃ আসিফ রাড়ী (১৫), ও আজাদ রাড়ীর স্য্রী মোসাঃ ফারজানা আক্তারের উপর একাধিক বার হামলা চালানো ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
হামলাকারী হলো, মোঃ আলম রাড়ী(৫৫), মোঃ মানিক রাড়ী(৩৭), মোঃ কাজল সরদার(৫৫), মোঃ মিলন সরদার(২২), সিদ্দিকুর রাড়ীর ছেলে সেলিম রাড়ি (৪৫) সহ ৪-৫ জনের সন্ত্রাসী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায় যে, মৃত্যু সিদ্দিকুর রহমান রাড়ীর ছেলে মোঃ আলম রাড়ী(৫৫)’র সাথে দীর্ঘদিন পর্যন্ত বাড়ির জমিজমা ও পুকুর নিয়ে বিবাধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় দফায় দফায় আলম রাড়ী ভুক্তভোগী পারভীন বেগম ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্রসস্ত্রনিয়ে হামলা চালায় এবং গুরতর জখম করেন।
গেলো মাসের ১৬ তারিখে মেহেন্দিগঞ্জ থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও উক্ত জমিজমার বিরোধের জের ধরে পূর্বের দুইটি মামলা চলমান।
অভিযোগ সূত্রে জানা যায় যে, গত মাসের এপ্রিল মাসের ১৪ তারিখে মোঃ আলম রাড়ী(৫৫), মোঃ মানিক রাড়ী(৩৭), মোঃ কাজল সরদার(৫৫), মোঃ মিলন সরদার(২২) সহ ৪-৫ জনের সন্ত্রাসী বাহিনী পারভীন বেগমের বাড়ির উঠানে এসে চিল্লাপাল্লা ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এবং সবার হাতে দেশীয় অস্ত্রসস্ত্র, লাঠি, রামদা নিয়ে বাড়ির চারপাশে মহড়া দিচ্ছে এবং দেখে নেব্ব, জানে মেরে ফেলবে, কেউ বাঁচাতে পারবে না, এভাবে নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে।
এমতাবস্থায় পারভিন বেগম গালাগালি করতে নিষেধ করলে আলম রাড়ী আরো ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন, এবং হত্যার উদ্দ্যেশ্যে পারভীন বেগম কে মাথায় আঘাত করেন। এবং হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান এবং সাথে থাকা ১০-১২ জনের সন্ত্রাসী বাহিনীর এলোপাতাড়ি পেটুনিতে মারাত্মক আহত হন। এছাড়াও সিফাত রাড়ী, ফারজানা আক্তার গুরতর আহত হন। এবং গলায় থাকা স্বর্ণের এক ভরি ওজনের চেইন নিয়ে গেছেন, যার বাজার মূল্য প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা এবং ঘরের থাকা অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখায় হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন।
তবে এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, উভয়পক্ষের পৃথক পৃথক অভিযোগ রয়েছে, বিষয় টি যেহেতু পারিবারিক, তাই পারিবারিক ভাবে বসে সমাধানের চেষ্টা করা হবে, এবং আরো তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply