বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত।।
-
অপডেট সময় :
বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪
-
64 Time View
আবুল হাসেম //
চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের কয়েকটি জেলায় প্লাবিত বন্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গত মাসের ২৩ তারিখে বন্যা প্লাবিত এলাকা কুমিল্লার বুড়িশ্রম থেকে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ শুরু করেন সংগঠনের সভাপতি এসএম জিলানী এবং ফেনী থেকে শুরু করেন সাধারণ সম্পাদক রাজিব আহসান যাহা দেশের বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
বন্যায় উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে গোপালগঞ্জ জেলা থেকে দশটি বড় বড় নৌকা নিয়ে প্লাবিত এলাকায় উদ্ধার কার্যক্রম চালান বলে জানান সংগঠনের নেতারা। কার্যক্রমের অংশ হিসেবে দিনের বেলায় বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া, রাতের বেলায় রান্না করা খাবার বিতরণ, নগদ অর্থ বিতরণ, প্রাথমিক চিকিৎসা সামগ্রী ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর প্রায় ১০ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।
অবিশ্বাস্য হলেও সত্যি চলমান এই ত্রাণ বিতরণ কার্যক্রমে বিতরণকৃত খাদ্য সামগ্রী শুধুমাত্র স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতাদের সমন্বয়ে সংগৃহীত হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ওসমান গনি জানান আমাদের কেন্দ্রীয় নেতাদের বাইরে দু একটি জেলার সভাপতি বা সাধারণ সম্পাদক খাদ্য সামগ্রী দিয়ে সমন্বয় করেছেন তবে এক্ষেত্রে সংগঠনের কারো কাছ থেকে কোন প্রকার টাকা-পয়সা নেয়া হয়নি। ওসমান আরো বলেন ত্রাণ বিতরণের নাম করে যদি কোন নেতা কারো কাছ থেকে কোন প্রকার নগদ অর্থ নিয়ে থাকেন সেটা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে জানান তিনি।
সংগঠনের নেতাদের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দলের অফিসিয়াল প্যাডে আহ্বানকৃত চিঠিতে দেখা যায় কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী উপহার প্রদান আরো ব্যাপক আকারে করতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবক দলের সূত্রে জানা যায় ইতিমধ্যে প্রায় ১০ হাজার প্যাকেট উপহার সামগ্রী প্রস্তুত করা হয়েছে দুর্গত এলাকাবাসীর মাঝে বিতরণ করার জন্য। চলতি মাসের ৩.৪ ও ৫ তারিখে উল্লেখিত জেলাগুলোতে বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হয়ে ত্রাণ বিতরণের উপহার সামগ্রী বন্যার্থদের হাতে তুলে দিবেন। এসব ত্রাণ সামগ্রির প্রতিটি প্যাকেটে রয়েছে চাউল ৫ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল এক কেজি, মশুরির ডাল ১ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, মুড়ি ১ কেজি, পানি দুই লিটার এবং পঞ্চাশ গ্রাম করে হলুদের গুড়া ও মরিচের গুঁড়া।
ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন,, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা ইতিমধ্যেই হাজার হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছি এবং করছি,এবং অসহায় বন্যার্তদের পুনর্বাসনে ঘর তৈরিতে টিন প্রদান কার্যক্রম গ্রহণ করেছি।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply