মেহেন্দিগঞ্জে গণঅধিকার পরিষদের নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে আনন্দ মিছিল
-
অপডেট সময় :
শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪
-
68 Time View
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি//
তারুণ্য নির্ভর ছাত্র জনতার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে মেহেন্দিগঞ্জে আনন্দ মিছিল হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে মেহেন্দিগঞ্জে এ আনন্দ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মেহেন্দিগঞ্জ গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি মেহেন্দিগঞ্জ পৌর শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে মুক্তি যোদ্ধা স্মৃতি সৌদে এসে পথ সভা করেন।
সভায় বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনউজ্জামান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্র অধিকার এর সাবেক সভাপতি জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাবেদ খান, সাবেক সহ-সভাপতি সানাউল হক, মেহেন্দিগঞ্জ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন, শাকিল হোসেন, ইফাদ ইকবাল, হাসান খান, রিপন মাহামুদ, হেমায়েত হোসেন প্রমুখ।
গণঅধিকার পরিষদ মেহেন্দিগঞ্জ শাখার নেতৃবৃন্দ বলেন, , তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সহযোগী সংগঠন মেহেন্দিগঞ্জ উপজেলার আপামর জনতার কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাবে। বিদায়ী সরকার আমাদের প্রতীক দেয়নি, এখন আমাদের দলীয় প্রতীক হয়েছে।
সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করেন নেতারা। এসময় ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ মেহেন্দিগঞ্জ শাখার কর্মী সমর্থক অংশ নেয়। তারা আরও বলেন, আমরা কারও প্রতিপক্ষ হতে চাই না। সবাই মিলে সুন্দরভাবে দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই। বক্তারা বলেন, ছাত্রজনতার এই আন্দোলনের সূচনা হয়েছিল ২০১৮ সালে। তার ধারাবাহিকতায় ২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। গত নির্বাচনের আগে নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করার পরও দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ভিপি নুরুল হক নুরের অবশেষে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেল।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply