মেহেন্দিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
-
অপডেট সময় :
শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
-
71 Time View
আবুল হাসেম//
বরিশালের মেহেন্দিগঞ্জে রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন। শনিবার (৭সেপ্টম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী লিটন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সাংবাদিকরা বলেন, সমাজে অসঙ্গতি দূর করতে প্রশাসনকে সর্বদা সহায়তা করবে সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা সত্য এবং ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি। সাংবাদিকরা সমাজের আয়না। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে মেহেন্দিগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply