1. labpoint2017@gmail.com : admin :
  2. dailyekushershomoy@gmail.com : Rajib Taj : Rajib Taj
অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে হলেও সুষ্ঠু নির্বাচন চায় ইসলামী আন্দোলন। মুফতি সৈয়দ এছাহাক মোঃআবুল খায়ের - দৈনিক একুশের সময় ।। Daily Ekusher Shomoy
October 24, 2025, 7:24 pm
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা পার্ক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল। বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কায়সার আহমেদ এর উদ্যােগে বিজয় র‍্যালি ও পথসভা! মেহেন্দিগঞ্জে সাবেক কৃষক দল নেতার সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে ৪ টি মৌজার প্রায় ৫ হাজার পরিবার উচ্ছেদ আতংকে। চরের ৪টি মৌজা নিয়ে বরিশালের দুই উপজেলার মানুষের মধ্যে উত্তেজনা! গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা! মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের চেষ্টা।। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বৈষম্যের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন মেহেন্দিগঞ্জের মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহারের আশ্বাস। উভয় পক্ষের সমঝোতা। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটি অনুমোদন। সভাপতি রাজ্জাক, সম্পাদক ফরিদ

অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে হলেও সুষ্ঠু নির্বাচন চায় ইসলামী আন্দোলন। মুফতি সৈয়দ এছাহাক মোঃআবুল খায়ের

  • অপডেট সময় : মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
  • 90 Time View

নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ( ১০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকালে মুক্তিযোদ্ধা পার্ক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন বিগত ১৬ বছর মানুষ তাদের ভোট অধিকার ও বাকশক্তি প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিবাদ আওয়ামী সরকার মানুষকে বিভিন্ন সমস্যায় জর্জরিত রেখে তারা তাদের বিদেশি প্রভুদের মনোরঞ্জন করার মাধ্যমে তাদের আখের রক্ষায় ব্যস্ত ছিল। দেশের সার্বভৌমকে বিকিয়ে দিয়েছে।

গণমানুষের ভোটে নির্বাচিত না হয়ে তারা বারবার অবৈধ পন্থায় ক্ষমতায় এসেছে। সংসদে জোরপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের মন মত সংবিধানে পরিবর্তনে এনেছে।বিরোধী মতকে দমন করতে এমন কোন হীন কাজ নাই তারা করেনি।একটি স্বাধীন সার্বভৌম দেশকে তলা বিহীন জুড়িতে পরিণত করেছে, গুম, খুন, সন্ত্রাস, লুটতরাজ ও চাঁদাবাজি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক হতাহতের মধ্য দিয়ে ফ্যসিবাদের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পায়।

তবে আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটি গোষ্ঠী সেই আওয়ামী সন্ত্রাসী পোনাকে আঁকড়ে ধরে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারা করতেছে। তিনি বলেন এই নব্য জাহিলদেরকেও দেশের মানুষ আগামী নির্বাচনে বয়কট করবে।

তাই সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং দেশ সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কর্তৃক প্রস্তাবিত ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জনান সমাবেশ। প্রয়োজনে এই সংস্কার কাজে সরকারকে যৌক্তিক সময় দিয়ে সহায়তা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি উপস্থিত জনতাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের অবিসংবাদিত নেতা পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ উপাধাক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি জনাব মোহাম্মদ শেখ শামসুল আলম মিলন।

এছাড়াও গণসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলার সিনিয়র সদস্য আলহাজ্ব মাওলানা মানসুর আলম, সাবেক সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ বেপারী,ইমাম কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আঃ মতিন সাহেব, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন আনসারী ,আইন বিষয়ক সম্পাদক মুফতি ওমর ফারুক,শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী বিশ্বাস,যুব আন্দোলন সভাপতি মাওলানা নোমান হোসেন,ছাত্র আন্দোলন সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন,পৌর যুব আন্দোলন সভাপতি তাওহীদ রায়হানসহ ইউনিয়ন দায়িত্বশীল বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি মুফতি সৈয়দ এছাহাক মোঃআবুল খায়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ...