মেহেন্দিগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মাহেব হোসেন লিটন।
-
অপডেট সময় :
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
-
102 Time View
নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের চর বউডুবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্যো প্রধান শিক্ষক মোঃ মাহেব হোসেন লিটন ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়। জানা যায়, মোঃ মাহেব হোসেন লিটন ২০১৬ সালে চর বউডুবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি চর বউডুবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। মোঃ মাহেব হোসেন লিটন ১৯৭৬ সালে উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম আব্দুল মতলেব তালুকদার ও মাতার নাম মোসামৎ ফরিদা বেগম। তিনি দুই সন্তানের জনক।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply