বরিশালের নতুন পুলিশ সুপার বেলায়েত হোসেন
-
অপডেট সময় :
রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
-
72 Time View
নিজস্ব প্রতিবেদক//
বরিশালের নতুন পুলিশ (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ বেলায়েত হোসেন, যিনি কী না বর্তমানে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরায় কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের মধ্যে বরিশালসহ ১০ জেলার পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি এবং বরিশালসহ ১২ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।
বরিশাল জেলা পুলিশ সুপার পদে বেলায়েত হোসেন স্থলাভিষিক্ত করার পাশাপাশি বর্তমান এসপি অহেদুল ইসলামকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য, অহেদুল ইসলাম ২০২২ সালের ২৮ আগস্ট পুলিশ সুপার হিসেবে বরিশালে যোগদান করেন
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply