1. labpoint2017@gmail.com : admin :
  2. dailyekushershomoy@gmail.com : Rajib Taj : Rajib Taj
বরিশালের হিজলায় স্বৈরাচারী দোসরদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। - দৈনিক একুশের সময় ।। Daily Ekusher Shomoy
June 17, 2025, 9:42 am
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা পার্ক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল। বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কায়সার আহমেদ এর উদ্যােগে বিজয় র‍্যালি ও পথসভা! মেহেন্দিগঞ্জে সাবেক কৃষক দল নেতার সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে ৪ টি মৌজার প্রায় ৫ হাজার পরিবার উচ্ছেদ আতংকে। চরের ৪টি মৌজা নিয়ে বরিশালের দুই উপজেলার মানুষের মধ্যে উত্তেজনা! গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা! মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের চেষ্টা।। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বৈষম্যের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন মেহেন্দিগঞ্জের মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহারের আশ্বাস। উভয় পক্ষের সমঝোতা। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটি অনুমোদন। সভাপতি রাজ্জাক, সম্পাদক ফরিদ

বরিশালের হিজলায় স্বৈরাচারী দোসরদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • অপডেট সময় : সোমবার, অক্টোবর ৭, ২০২৪
  • 50 Time View

নিজস্ব প্রতিবেদক //

স্বৈরাচারী শাসক সরকার বিগত দিনে দেশে অরাজকতা সৃষ্টি ও অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে ও বিভিন্ন মিথ্যা মামলা, হামলা, ভয়ভীতি ও হুমকি ধামকি ছিলো যেনো তাদের নিত্যদিনের সঙ্গী। এসব অপপ্রচার ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে চলতি মাসের ৭ তারিখে হিজলা উপজেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়

সংবাদ সম্মেলনের আলোচ্যে বিষয় হলো, চলতি বছরের ৬ই আগষ্টে হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আঃ গাফফার তালুকদার, সদস্য সচিব এড. দেওয়ান মোঃ মনির হোসাইন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলতাফ হোসেন খোকনের নামে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার করা হয়।

সূত্রে জানা যায় যে, বিএনপির কেন্দ্রীয় দপ্তরে এই মর্মে অভিযোগ করা হয় যে, আঃ গাফফার তালুকদার, এড. দেওয়ান মোঃ মনির হোসাইন ও মোঃ আলতাফ হোসেন খোকন ৬ই আগষ্ট হিজলার গৌরবদী ইউনিয়নের নোয়াখালী সীমান্তবর্তী এলাকায় চর জানপুর ও বড়জালিয়া ইউনিয়নের খুন্নাগোবিন্দপুর গ্রামে হামলা, লুটপাট এবং ধর্ষণ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন যে, অভিযোগকারী লিলু বেগমের বাড়ি বড় জালিয়া ইউনিয়নের খুন্নাগোবিন্দপুর গ্রামে এবং বাকি অভিযোগকারীরা হলেন কামাল দেওয়ান, জসিম খলিফা, বাবুল মাতুব্বর, জহির মোল্লা, এদের বাড়ি হিজলা গৌরবদী ইউনিয়নের নোয়াখালী সীমান্তবর্তী চর জানপুরে।

কিন্তু প্রশ্ন থেকে যায় যে, একই লোক একই সময় দুই স্থানে কি করে হামলা, লুটপাট ও ধর্ষণ করে, উল্লেখ্য যে, দুই স্থানের মধ্যবর্তী দুরত্ব ৩০ কিলোমিটার।
বিষয় টি নিয়ে এলাকায় হাস্যরসের সম্ভারের সৃষ্টি হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন যে, অন্যান্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে যেসব নিউজ প্রচার করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভুল, বানোয়াট ও ভিত্তিহীন। এমন সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা হিজলাবাসী যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ, আমাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করার লক্ষ্যে একদল লোক উঠেপড়ে লেগেছে। আমাদের হিজলা উপজেলার বিএনপি যথেষ্ট সুসংগঠিত রাজনৈতিক দল, এই দলের নাম ক্ষুন্ন করবে এবং অপব্যবহার করে কেউ দলের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করবে, তা আমরা উপজেলা বিএনপি বরদাস্ত করবো না।
এছাড়াও বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি অন্যায় অবিচার করে, কারো উপর জুলুম ও নির্যাতনের সুনির্দিষ্ট প্রমান পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী ও দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য সরেজমিনে গিয়ে একাধিক লোকদের সাথে আলাপকালে জানা যায়, হিজলা উপজেলার বিএনপির এই তিন নেতা এরা রাজনৈতিক ব্যক্তি হিসেবে যথেষ্ট ভালো এবং ব্যক্তি হিসেবে এদের আচরণ ও কথাবার্তায় কখনও খারাপ কিছু দেখে নি কেউ।

মোতালেব গাজী (৬৫) নামের এক বৃদ্ধার সাথে আলাপকালে জানান, গাফফার তালুকদার, এড. মনির ও আলতাফ হোসেন খোকন ওরা কারো সাথে কখনও খারাপ কিছু করতে দেখি নি ও শুনিনি আমার এই বয়সে, ওরা খুব ভালো পোলা।

তবে বিশদভাবে জানার জন্য অভিযোগকারী লিলু বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়ে উঠেনি, অন্যদের মুঠোফোনে কথা বলার জন্য কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে ফোন কেটে দেয়।

তবে জেলার নেতারা এ নিয়ে ক্ষোভ ঝেড়ে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোন কাজ করা যাবে না, দলের সাংগঠনিক অবকাঠামো আরো দৃঢ়ভাবে শক্তিশালী করতে হবে, নজর রাখতে হবে, কোন অনুপ্রবেশকারী যেনো ভাঙ্গন সৃষ্টি করতে না পারে। এবং কারো বিরুদ্ধে কোন ধরনের প্রমান সাপেক্ষে অভিযোগ পাওয়া গেলে দল তাকে বিন্দু পরিমান ছাড় দেবে না বলে জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ...