মেহেন্দিগঞ্জে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ!
-
অপডেট সময় :
শনিবার, অক্টোবর ১২, ২০২৪
-
46 Time View
ফয়সাল হাওলাদার //
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা সকলকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রাজীব আহসান এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
মন্ডপ পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,
পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু মিয়া, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন,সাবেক পৌর কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ হোসেন গাজী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার আহবায়ক দীপঙ্কর মৃধা, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মিরাজ সিকদার আরজু,পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক ফয়সাল হাওলাদার।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুর ইসলাম তরিক,মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এর আহবায়ক সুভাষ চন্দ্র দাস, সদস্য সচিব, অমিত সুর আপন।
উপস্থিত ভক্ত ও পুজারীদের উদ্দেশ্য বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুঃশাসনের অবসান ঘটিয়ে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় বিএনপির অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও মুল্যবোধ এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাস করে।
নেতৃবৃন্দ চরএককরিয়া দুর্গা মন্দির, কালী মোহন দাসের বাড়ির দুর্গা মন্দির, সোনামুখী শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দির, শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দির, শ্রী শ্রী জগন্নাথ ঠাকুর মন্দির, শ্রী শ্রী মদনমোহন ঠাকুর মন্দির, দক্ষিণ খরকি কালিও দুর্গা মন্দির, শ্রী শ্রী লোকনাথ সার্বজনীন মন্দিরসহ মেহেন্দিগঞ্জ উপজেলার সকল মন্দির পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরো সংবাদ...
Leave a Reply