Logo
নোটিশ :
সারাদেশের জেলা, উপজেলা, ক্যাম্পাসভিত্তিক প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ: ০১৭০৭-৬৫৫৮৯৪    dailyekushershomoy@gmail.com
সংবাদ শিরনাম :
বাকেরগঞ্জ থেকে বরিশালে ঘুরতে যাওয়ার পথে দপদপিয়া সেতুতে বাসচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর! ছন্দে ফিরেছে বরিশালের কাপড় ও টেইলার্স ব্যবসায়ীরা বর্ণাঢ্য আয়োজনে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন। নজরুল সভাপতি / জিতু সম্পাদক বরিশালে দশম শ্রেণির ছাত্রী অপহরণ, ধরাছোঁয়ার বাইরে আসামি প্রকাশ্যে ঘুরছে এলাকায়। মেহেন্দিগঞ্জের চরগোপালপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা চট্টগ্রামের গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানী বেড়েছে …………..-যাত্রী কল্যাণ সমিতি চিকিৎসক-কর্মচারীরা জড়াচ্ছেন ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায় বরিশালে সেতুর উপরে বাসচাপায় প্রাণ গেল বাকেরগঞ্জের স্কুল শিক্ষার্থী তিন বন্ধুর অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯ তম মৃত্য বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হিজলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি উপেক্ষিতঃ

চট্টগ্রামে করোনার বিস্ফোরণ।

এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের করোনার তীব্র দাবদাহে পুড়ছে জেলা ও উপজেলা তীব্রের ছেয়ে ভয়ংকর তীব্র আকার ধারন করছে দিনের পর দিন,চট্টগ্রামে উত্তরে করোনা আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে এখন পর্যন্ত হাটহাজারীতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। অন্যদিকে ফটিকছড়িতেও বাড়ছে সংক্রমিতের সংখ্যা। গত কয়েক সপ্তাহে শনাক্ত বেড়েছে মিরসরাই, সীতাকুণ্ড ও রাউজানে।

এদিকে উত্তরের তুলনায় কিছুটা কম হলেও দক্ষিণ চট্টগ্রামেও এখন পাল্লা দিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। গত ০৫ দিনে দক্ষিণ চট্টগ্রামের ০২ উপজেলা, চন্দনাইশ ও পটিয়ায় ২৪ ঘণ্টার পরিসংখ্যানে করোনা শনাক্তের সংখ্যা ০২ অংকের নিচে নামেনি।

এছাড়া ও মহানগরীর সাথে লাগাওয়া বোয়ালখালীতে ও বাড়ছে করোনা শনাক্তের বিস্ফোরণ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার এক হাজার ৬০৮ নমুনায় করোনা শনাক্ত ও ৩৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনা শনাক্তের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের তুলনায় উত্তর চট্টগ্রামের বাসিন্দার সংখ্যা কয়েকগুণ বেশি।

আজ (১৬ জুলাই)শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ৩৫০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার আট জন, সাতকানিয়ার ১১ জন, বাঁশখালীর ১৪ জন, আনোয়ারার ৩ জন, চন্দনাইশের ১৫ জন, পটিয়ার ২৬ জন ও বোয়ালখালীর ১৬ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৪৭ জন, রাউজানের ৩৩ জন, ফটিকছড়ির ৩৯ জন, হাটহাজারীর ৭৬ জন, সীতাকুণ্ডের ১৩ জন, মিরসরাইয়ের ৩০ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৯ জন।

গতকাল (১৫ জুলাই) বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ১২ জন, সাতকানিয়ার ৭ জন, বাঁশখালীর ৯ জন, আনোয়ারার ৭ জন, চন্দনাইশের ১২ জন, পটিয়ার ৩৬ জন ও বোয়ালখালীর ১৯ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২৪ জন, রাউজানের ১৪ জন, ফটিকছড়ির ৪২ জন, হাটহাজারীর ৫৩ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের ২৯ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১২ জন।

বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ৩৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ৮ জন, সাতকানিয়ার ১৬ জন, বাঁশখালীর ১২ জন, আনোয়ারার ৩৪ জন, চন্দনাইশের ১৯ জন, পটিয়ার ১৭ জন ও বোয়ালখালীর ৩২ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১০ জন, রাউজানের ২২ জন, ফটিকছড়ির ২৭ জন, হাটহাজারীর ৭৫ জন, সীতাকুণ্ডের ৪৫ জন, মিরসরাইয়ের ২৮ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ৬ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ৩১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ৮ জন, সাতকানিয়ার ৯ জন, বাঁশখালীর ৯ জন, আনোয়ারার ১৫ জন, চন্দনাইশের ১১ জন, পটিয়ার ২১ জন ও বোয়ালখালীর ২৬ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২৮ জন, রাউজানের ৩৫ জন, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর ৩৬ জন, সীতাকুণ্ডের ৫০ জন, মিরসরাইয়ের ২৭ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৪ জন।

সোমবার (১২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ৮ জন, বাঁশখালীর ১১ জন, আনোয়ারার ২৩ জন, চন্দনাইশের ১২ জন, পটিয়ার ১৭ জন ও বোয়ালখালীর ২৭ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২৭ জন, রাউজানের ৩৫ জন, ফটিকছড়ির ৬ জন, হাটহাজারীর ৫৭ জন, সীতাকুণ্ডের ১৪ জন, মিরসরাইয়ের ৩৮ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৬ জন।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৫৪৭ নমুনা পরীক্ষায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫২ জন নগরের এবং ৩৫০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একইসময়ে মারা গেছেন ৯ করোনা রোগী। এরমধ্যে ১ জন নগরের এবং ৮ জন উপজেলার বাসিন্দা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *