1. labpoint2017@gmail.com : admin :
  2. dailyekushershomoy@gmail.com : Rajib Taj : Rajib Taj
মেহেন্দিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ঝাটকা ধরায় আটক ১। - দৈনিক একুশের সময় ।। Daily Ekusher Shomoy
April 27, 2024, 6:22 am
সংবাদ শিরোনাম :
মেহেন্দিগঞ্জ লস্করপুর দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন পলাশ অসহনীয় তীব্র গরমে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী আয়োজন। মেহেন্দিগঞ্জে রাজনৈতিক সূত্রে প্রতিপক্ষের হামলায় আহত দুই। ঈদুল ফিতর উপলক্ষে পংকজ দেবনাথের ঈদ শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রামে বখাটে মতিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকায়বাসী বাসের ভাড়া কমানোর নামে সরকার জনগনের সাথে তামাশা করছে – যাত্রী কল্যাণ সমিতি পর্যটক টানতে নানামুখি উন্নয়ন, প্রশাংসায় ভাসছেন পৌর মেয়র আনোয়ার। ঈদযাত্রায় ফিটনেস বিহীন যানবাহন বন্ধের দাবি – যাত্রী কল্যাণ সমিতি বিরতি রেষ্টুরেন্টে যাত্রীদের সেহেরী ও ইফতারির গলাকাটা মূল্য আদায় করছে–দেখার কেউ নেই বিমানবন্দর এলাকায় ছিনতাইকারী চক্রের ৬ জন গ্রেপ্তার।

মেহেন্দিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ঝাটকা ধরায় আটক ১।

  • অপডেট সময় : মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪
  • 47 Time View

আবুল হাসেম //

সারা বছর ঝাটকা ইলিশ ধরা নিষেধাজ্ঞা অমান্য করে মেহেন্দিগঞ্জের জয়নগরের নদীতে ঝাটকা ইলিশ ধরার সময় ১ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ট্রলার জব্দ করা হয় ।

আটক সূত্রে জানা যায় যে, গতোকাল সারাদিন জয়নগর ইউনিয়নের নদীতে ঝাটকা নিধনের অভিযান পরিচালনা করা হয়। এতে করে ঝাটকা ইলিশ ধরার কারেন্ট জাল ও ট্রলার জব্দ করে নিয়ে আসেন মেহেন্দিগঞ্জ নৌপুলিশের এসআই(নিঃ) মোঃ আসাদুল আল গালিব।

সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ নৌ থানার কালিগঞ্জ নৌপুলিশ ফাড়ির অস্থায়ী নৌপুলিশ ক্যাম্প জয়নগর ও দড়িচর খাজুরিয়া ইউনিয়নে। উক্ত নৌপুলিশ অস্থায়ী ক্যাম্পের ষ্টেশন ইনচার্জ মোঃ আসাদুল আল গালিবের নেতৃত্বে আসামী আটক করা হয়। আটককৃত আসামী হলেন মৃত মুনতাজ আলী শিকদারের ছেলে ওয়াহিদ শিকদার (৪০)।

ষ্টেশন ইনচার্জ মোঃ আসাদুল আল গালিব বলেন, মা ইলিশ রক্ষায় ও ঝাটকা নিধনের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না, নৌপুলিশ এ ব্যাপারে সর্বদা এগিয়ে রাখবে নিজেদের এবং মৎস্য সম্পদ কে রক্ষা করতে হবে।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, জয়নগর ও দরিচর খাজুরিয়া ক্যাম্পের ষ্টেশন ইনচার্জ মোঃ আসাদুল আল গালিব সহ যৌথ অভিযানে ওয়াহিদ শিকদার (৪০) কে আটক করা হয়, পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মৎস্য আইনের ৫(১)৫(২)খ ধারায় মামলা দায়ের করা হয়। এছাড়াও অভিযানের সময় ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

এছাড়া কামাল হোসেন আরো বলেন, নিষিদ্ধ সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করে ঝাটকা ইলিশ ধরা বন্ধ করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। এবং যে কোন মূল্য ইলিশের উৎপাদন বাড়াতে হবে। প্রজনন নিশ্চিত করতে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানে আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ...