1. labpoint2017@gmail.com : admin :
  2. dailyekushershomoy@gmail.com : Rajib Taj : Rajib Taj
মেহেন্দিগঞ্জ ডাকাতি মামলার ২ডাকাত পটুয়াখালীতে আটক - দৈনিক একুশের সময় ।। Daily Ekusher Shomoy
October 27, 2025, 5:18 pm
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা পার্ক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল। বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কায়সার আহমেদ এর উদ্যােগে বিজয় র‍্যালি ও পথসভা! মেহেন্দিগঞ্জে সাবেক কৃষক দল নেতার সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে ৪ টি মৌজার প্রায় ৫ হাজার পরিবার উচ্ছেদ আতংকে। চরের ৪টি মৌজা নিয়ে বরিশালের দুই উপজেলার মানুষের মধ্যে উত্তেজনা! গোবিন্দপুর চরবাসীর প্রতিবাদ সভা! মেহেন্দিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সংবাদ সম্মেলন করে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের চেষ্টা।। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বৈষম্যের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন মেহেন্দিগঞ্জের মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহারের আশ্বাস। উভয় পক্ষের সমঝোতা। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটি অনুমোদন। সভাপতি রাজ্জাক, সম্পাদক ফরিদ

মেহেন্দিগঞ্জ ডাকাতি মামলার ২ডাকাত পটুয়াখালীতে আটক

  • অপডেট সময় : মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪
  • 134 Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে কুখ্যাত ডাকাত দলের সদস্য গত ১৪ মার্চ রাত আনুমানিক ২টার দিকে মেহেন্দিগঞ্জ থানার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের বামনেরচর এলাকার ১নং ওয়ার্ডের ইসমাইল হোসেন (জুবান আলী)বাড়ির ঘরে তার স্ত্রী ও ছেলের বউকে বেঁধে রেখে ডাকাতি করে।

গত ১৫ মার্চ মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে কোন কিছুর খবর না পেয়ে চলে যান তারা। পরে ওই দিনেই সন্ধ্যার পরে এলাকার জনগণের হাতে ধরা পড়ে, একই ওয়ার্ডের মোঃ শাহে আলম বেপারীর ছেলে মোঃ সাইদুল ইসলাম ওরফে রুবেল বেপারী(২৮) কুখ্যাত ডাকাত দলের সদস্য রুবেল বেপারী কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত পরে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে চেয়ারম্যান থানায় ব্যাপারটি জানান, পরে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে ডাকাত রুবেল কে গ্রেফতার করে। ওরে মেহেন্দিগঞ্জ থানায় তাদের নামে একটি ডাকাতি মামলা রুজু করা হয়। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিনুল বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ডাকাত সাথে জড়িত আছে এ কথা স্বীকার করেন গ্রেফতারকৃত রুবেল।গ্রেফতার ডাকাতের সাথে আরো যারা আছেন, ১/সাইদুল ইসলাম ওরফে রুবেল বেপারী (২৮) পিতা শাহ আলম বেপারী ২/মোঃ মানিক মোল্লা (৩২) পিতা মজি মোল্লা ৩/মজিবর দেওয়ান ওরফে মজু দেওয়ান (৩৫) ৪/ মোঃ সাদ্দাম ভুঁইয়া (৩০) পিতার লুৎফর ভুঁইয়া ৫/মোঃ হেলাল আকন (৩০) পিতা সেকান্দার আকন উবায়গ্রাম দড়িচর খাজুরিয়া তোদের মধ্যে গত (২০মার্চ ) মেহেন্দিগঞ্জ থানার ডাকাতি মামলার এজাহার ভুক্ত ৫নং আসামি হেলাল আকন কে ঢাকা র‍্যাব প্রশাসন আটক করেছে, গত (২৫মার্চ) আনুমানিক দুপুর ২ সময় পটুয়াখালী জেলার থেকে ২নং ও ৩নং আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

এই ডাকাতি মামলার ৪নং আসামি সাদ্দাম ভুইয়া এখনো গ্রেপ্তার হয়নি বলে জানান মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এই মামলার সকল আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। মেহেন্দিগঞ্জ অফিসার ইনচার্জ ওসি ইয়াসিনুল হক বলেন, এই ডাকাতের পুরো রহস্য বের করে মেহেন্দিগঞ্জের মানুষের শান্তি এবং আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্য অভিযান অব্যাহত থাকবে।

এলাকার সাধারণ জনগণ বলেন, বিগত দিনের চেয়ে বর্তমান সময়ের ওসি ইয়াসিনুল এর দক্ষতায় এখানকার আইনশৃঙ্খলার অবস্থা সন্তোষজনক। মেহেন্দিগঞ্জের আইনশৃঙ্খলা উন্নতির লক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য,যে সকল ডাকাতের নাম উল্লেখ করা হয়েছে তাদের নেতুত্বে একদল ডাকাত নৌযানে ডাকাতি সহ বিভিন্ন বাড়ি ঘরে ডাকাতি করাই তাদের পেশা। জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে এই ডাকাত দল ।

এ ব‌্যাপা‌রে মেহেন্দিগঞ্জ থানার অ‌ফিসার ইনচার্জ ও‌সি ইয়াসিনুল আরো ব‌লেন, কুখ‌্যাত ডাকাত গুলো আত্নগোপনে থেকে এর এড়াতে পারিবে না অ‌ভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ...